আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে টাকা নিচ্ছি না।
না, এই ওয়েবসাইট সবার জন্য নয়, এই ওয়েবসাইট শুধুমাত্র দ্বীনদার মুসলিমদের জন্য।
আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে নূন্যতম আবশ্যকতা নিম্নরূপ-
১/ ৫ ওয়াক্ত নামাযী হতে হবে।
২/ ওয়াজিব দাড়ি সুন্নতি পদ্ধতিতে বড় থাকতে হবে।
৩/ টাখনুর উপর কাপড় পরতে হবে।
১/ ৫ ওয়াক্ত নামাযী হতে হবে।
২/ “নিকাব” সহ ফরজ পর্দানশীন হতে হবে।
আমরা বিভিন্ন কারণে বায়োডাটা এপ্রুভ করি না। তার মাঝে কয়েকটি কারণ উল্লেখ করা হলো।
১/ আপনি যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেন।
২/ অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখেন।
৩/ ৫ ওয়াক্ত নামাযী না হোন।
৪/ ওয়াজিব দাঁড়ি সুন্নতি পদ্ধতীতে বড় না থাকে। (পুরুষদের জন্য)
৫/ টাখনুর উপর কাপড় না পরেন। (পুরুষদের জন্য)
৬/ নিকাব সহ ফরজ পর্দা/বোরকা না পরেন। (নারীদের জন্য)
৭/ হিজাব পরেন কিন্ত নিকাব পরেন না। (নারীদের জন্য)
৮/ বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।
৯/ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে না দিয়ে অন্য ভাবে দিলে। যেমনঃ শুধু “আলহামদুলিল্লাহ” বা “হুম” ইত্যাদি লিখেন অনেকেই, অথচ এটি দ্বারা হ্যাঁ/না স্পষ্টভাবে বোঝা যায় না ।
১০/ দ্বীনদার মুসলিম না হয়ে থাকলে।
১১/ কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে ফাঁকা রেখে দিলে। যেমনঃ অনেকেই “কতৃপক্ষের জিজ্ঞাসা” উত্তর না দিয়েই পাবলিশ করেন।
১২/ আলিয়া মাদ্রাসা শিক্ষিতদের জেনারেল সিলেক্ট করতে বলার পরেও কেউ যদি মাদ্রাসা সিলেক্ট করেন তাহলেও এপ্রুভ হয় না।
হ্যাঁ পারবেন। যে ঘরে ভুল তথ্য দেয়ার জন্য আপনার বায়োডাটা নট এপ্রুভ করা হয়েছে, সেই ঘরে সঠিক তথ্য দিয়ে Save Changes ক্লিক করে Publish Biodata করবেন তাহলে এপ্রুভ করা হবে ইন শা আল্লাহ। তবে উপরের প্রশ্নের উত্তরে উল্লিখিত বিশেষ শর্ত না থাকার কারণে যদি বায়োডাটা নট এপ্রুভ হয় তাহলে আর এপ্রুভ হবে না।
না, আপনি বায়োডাটা আপলোড করলে এপ্রুভ করা হবে না। যাদের ওয়াজিব দাড়ি আছে শুধুমাত্র তাদের বায়োডাটা এপ্রুভ করা হবে।
না, আপনি বায়োডাটা আপলোড করলে এপ্রুভ করা হবে না। যারা নিকাব সহ বোরকা পরেন শুধুমাত্র তাদের বায়োডাটা এপ্রুভ করা হয়।
না। আপনি পাত্র/পাত্রী যেই হোন না কেন, আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে জমা দিতে হবে। অন্যথায় বায়োডাটা এপ্রুভ করা হবে না।
হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।
হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন বায়োডাটা ডিলিট করতে পারবেন। বায়োডাটা ডিলিট করতে ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করুন।
আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন আছে, যেগুলোর উত্তর একমাত্র পাত্র-পাত্রী নিজেই ভাল জানেন। পরিবারের অন্য কেউ যদি ফর্মটি তৈরি করে দেন তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর বাহ্যিকভাবে সত্য হলেও কিছু ত্রুটি থেকে যাবে। এজন্য যার বিয়ে তাকেই লিখতে হবে এমন শর্ত আবশ্যক করা হয়েছে। তবে অনেকেই আছেন বাংলা টাইপ করতে জানেন না। এক্ষেত্রে বাংলা টাইপ করতে জানেন এমন একজনকে পাশে বসিয়ে উনি উত্তরগুলো বলে দিবেন, টাইপ জানা ব্যক্তি লিখে ফর্মটি তৈরি করবেন।
এক্ষেত্রে বাংলা টাইপ করতে জানেন এমন একজনকে পাশে বসিয়ে আপনি উত্তরগুলো বলে দিবেন, টাইপ জানা ব্যক্তি লিখে ফর্মটি তৈরি করবেন। অবশ্যই উত্তরগুলো আপনার হতে হবে। নয়ত ত্রুটিযুক্ত উত্তর হবে, যা পাঠকের সাথে প্রতারণার শামিল ও ওয়েবসাইটের রুলস পরিপন্থী।
Go up