আমরা বিভিন্ন কারণে বায়োডাটা এপ্রুভ করি না। তার মাঝে কয়েকটি কারণ উল্লেখ করা হলো।
আপনি যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেন।
অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখেন।
৫ ওয়াক্ত নামাযী না হোন।
ওয়াজিব দাঁড়ি সুন্নতি পদ্ধতীতে বড় না থাকে। (পুরুষদের জন্য)
নিকাব সহ ফরজ পর্দা/বোরকা না পরেন। (নারীদের জন্য)
হিজাব পরেন কিন্ত নিকাব পরেন না। (নারীদের জন্য)
বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।
প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে না দিয়ে অন্য ভাবে দিলে। যেমনঃ শুধু “আলহামদুলিল্লাহ” বা “হুম” ইত্যাদি লিখেন অনেকেই, অথচ এটি দ্বারা হ্যাঁ/না স্পষ্টভাবে বোঝা যায় না ।
কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে ফাঁকা রেখে দিলে। যেমনঃ অনেকেই “কতৃপক্ষের জিজ্ঞাসা” উত্তর না দিয়েই পাবলিশ করেন।
আলিয়া মাদ্রাসা শিক্ষিতদের জেনারেল সিলেক্ট করতে বলার পরেও কেউ যদি মাদ্রাসা সিলেক্ট করেন তাহলেও এপ্রুভ হয় না।