আমাদের সম্পর্কে

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

নিশ্চই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (ﷺ) এর উপর।

বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল (ﷺ) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ্। কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে পাশ্চাত্যবাদের তথাকথিত নারী-পুরুষের সমতাবিধানের এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে। শিক্ষা, চাকরিতে, বিয়েতে পাশ্চাত্যের সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতির অনুপ্রবেশের মূল কারন ইসলামি শার'ঈ বিধান অনুযায়ী না চলা ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাব। এর ফলশ্রুতিতে বিয়ে হয়েছে কঠিন আর যিনা-ব্যভিচার, পরকীয়া, ধর্ষন, আত্মহত্যাসহ বিভিন্ন অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত।

অন্যদিকে যারা এই ভয়াবহ ফিতনার যুগে স্রোতের প্রতিকূলে গিয়ে সুন্নাহ আঁকড়ে ধরার জন্য পরিবার ও সামাজিক তথাকথিত রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদের জন্য দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা যেন অনেক কঠিন হয়ে গিয়েছে। এ সমস্যা সমাধানের জন্যই আমরা ক'জন গুনাহগার বান্দা এমন একটা বাংলাদেশি ম্যাট্রিমনি প্লাটফর্মের স্বপ্ন দেখেছিলাম। ফলশ্রুতিতে ১ জানুয়ারি ২০২১ অর্ধেকদ্বীন ডটকম যাত্রা শুরু হয়। আল্লাহ'র বিশেষ বরকতে  অর্ধেকদ্বীনের মাধ্যমে খোঁজ পেয়ে ইতিমধ্যে শত শত বিবাহ সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। 

আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত ইসলামিক ম্যাট্রিমনি প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে দ্বীনদার পাত্রপাত্রী সন্ধান সহজ করা। জাহেলী সমাজের সকল অপসংস্কৃতি ভেঙ্গে যিনা-ব্যভিচার বন্ধ করে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা।

দ্বীনদার পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যেন আরও সহজ হয় এজন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করছি। সকল মুসলিম ভাইবোনদের কাছে এ খেদমত দক্ষতার সাথে অতি শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারকাহ দান করুন। আমিন।


যোগাযোগ তথ্য


অর্ধেক দ্বীন ম্যারেজ মিডিয়া
ঠিকানাঃ ৫/২৫/গ আউটার স্টেডিয়াম, ময়মনসিংহ, বাংলাদেশ
ট্রেড লাইসেন্স নংঃ ২০২১-০২৬৯৩
যোগাযোগ নাম্বারঃ +৮৮০ ৯৬১৩-৮২০৩০৩
ইমেইলঃ support@ordhekdeen.com